সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ সরকারের তরফ থেকে যাত্রী ও পরিবহনবিধির নির্দেশলিপি প্রকাশ করে বারবার সাবধান করা সত্বেও গতকাল কোলকাতার কিছু এলাকায় চোখে পড়ল ভিড়ে ঠাসা বাস।
বুধবার থেকে নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু করেছিল রাজ্য পরিবহন দপ্তর। সামাজিক দুরত্ত্ব মেনে মাস্ক পরে বাসে ওঠার পাশাপাশি ২০ জনের বেশী যাত্রী না নেওয়ার নির্দেশও এসে পৌঁছেছিল। কিন্তু এসবের তোয়াক্কা না করেই যাত্রী ও ড্রাইভার উভয়েই দায়িত্ত্ব নিয়ে ভাঙলেন লকডাউনের নিয়ম এবং একই সাথে নিজেদের ও অন্যদের জীবনকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিলেন।
প্রসঙ্গত, আগামী সপ্তাহে সরকারী বাসের পাশাপাশি পথে নামতে চলেছে বেসরকারী বাসও। সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত চলবে তা। তবে ভাড়া এখনও ঠিক হয়নি।
…ARC