সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ বিখ্যাত টিভি অভিনেতা শফিক আনসারি মারা গেলেন। তিনি অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। গত ১২ দিনে বিনোদন জগতে এটা তৃতীয় আঘাত। এর আগে আমরা হারিয়েছি যথাক্রমে ইরফান খান ও ঋষি কাপুরকে।
গত রবিবার শফিক আনসারি মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি টিভির বিখ্যাত শো ‘ক্রাইম পেট্রোল’ এর দীর্ঘকালীন অভিনেতা ছিলেন। মুম্বইয়ের মদনপুরা এলাকার বাসিন্দা শফিক আনসারি পেটের ক্যান্সারে ভুগছিলেন। বহু বছর ধরে তার চিকিৎসা চলছিল। বহু হিন্দি সিনেমাতেও তিনি ছিলেন পরিচিত মুখ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। রেখে গেলেন তিন কন্যা, স্ত্রী ও মা কে।
…ARC