-Advertisement-

খুলছে না কলকাতা হাইকোর্ট

কলকাতা পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ হাইকোর্ট কর্তৃপক্ষ বুধবার একযোগে লকডাউন না ওঠা অব্দি রাজ্যের সকল কোর্ট না খোলার সিদ্ধান্ত নিয়েছে।

-Advertisement-

সুপ্রীম কোর্টসহ দেশের অন্যান্য কিছু কোর্ট তাদের কাজকর্ম আস্তে আস্তে চালু করলেও রাজ্যের সব ক’টি আদালত এবং আন্দামান ও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছুটির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। কারন হিসেবে বলা হয়েছে আদালতের বেশীর ভাগ আইনজীবী, কেরানি ও অন্যান্য আধিকারিকরা অধিকাংশই যাতায়াতের জন্য গণ-পরিবহন ব্যবহার করে। তাই ট্রেন, বাস, মেট্রোরেল চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত আদালত চালু করা সম্ভব নয়। এছাড়া কোর্ট চালু হলেও সামাজিক দুরত্ত্ব মেনে একসাথে ২৫ শতাংশ আইনজীবীকে বসতে না দেওয়া সংক্রান্ত প্রস্তাব বার কাউন্সিলকে দেওয়া হয় হাইকোর্ট-এর তরফ থেকে।

হাইকোর্ট আরও সিদ্ধান্ত নিয়েছেন যে আগের মত একসাথে ২৭ টি এজলাসে মামলার শুনানি হবে না। এক সপ্তাহে তিনদিন ও পরের সপ্তাহে দুদিন করে এজলাস বসবে। এতে ভিড় নিয়ন্ত্রন করা যাবে বলে মনে করা হয়। আপাতত ১৮ ই মে হাইকোর্ট ও বার কাউন্সিল এই দু’পক্ষের মতামত নিয়ে আগামী কর্মসূচী গ্রহন করা হবে।

-Advertisement-

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-