সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ভারত-বাংলাদেশ সীমান্তে বসিরহাট ১ নং ব্লকের শাকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েত ও বিশিষ্ট সমাজসেবকদের উদ্যোগে চালু হল বিনামুল্যের সব্জী বাজার।
সীমান্ত এলাকায় বেশীরভাগই মজুর ও দিন আনা দিন খাওয়া মানুষ বাস করে। লকডাউন ও করোনার যৌথ দাপটে তাদের প্রায় অনাহারে মরার দশা হয়েছে। বহুদিন হল রুজিরোজগারহীন তারা। রেশনে বিনামুল্যে চাল ডাল পাওয়া গেলেও সব্জী কিনতে তারা হিমশিম খাচ্ছে। তাই এই বাজার তাদের কাছে এক মরুদ্যান।
দৈনন্দিন রান্নার প্রায় সমস্ত সব্জী যেমন পটল, বেগুন, কুমড়ো, কাচালঙ্কা এমনকি আলু পেঁয়াজও মিলছে এই বাজারে। প্রতিদিনই সীমান্তের মানুষরা এসে ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে বাড়িতে। এই ব্যবস্থা নিঃসন্দেহে তাদের দুবেলা দুমুঠো অন্নের যোগান দিচ্ছে আশা করা যায়।
…ARC