সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ অধুনা বাংলাদেশের পাবনা জেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ এবং উত্তরবঙ্গে বেড়ে ওঠা সাহিত্যিক দেবেশ রায়ের। ছাত্রজীবনে প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। কলকাতা শহরের ট্রেড ইউনিয়ন আন্দোলনের পুরোভাগেও ছিলেন তিনি।
প্রতিবাদী চরিত্রের পাশাপাশি তিনি ছিলেন কিংবদন্তি সাহিত্যিক। তাঁর অমর লেখনী রেখে গেছে কালজয়ী কিছু সাহিত্য। ‘তিস্তাপাড়ের বৃত্তান্ত’ উপন্যাসের জন্য তিনি বাংলা সাহিত্যের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন। এছাড়া যযাতি, সময় অসময়ের বৃত্তান্ত, একটি ইচ্ছা মৃত্যুর প্রতিবেদন, ইতিহাসের লোকজন, লগন গান্ধার তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলির অন্যতম।
গতকাল রাত ১০ঃ৫০ নাগাদ উত্তর কোলকাতার একটি নার্সিং হোমে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে দেখতে এসেছিলেন বর্ষীয়ান সাহিত্যিক শঙ্খ ঘোষ। দেবেশ রায়ের মৃত্যুর সাথে সাথে বাংলা সাহিত্যজগতের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।
…ARC