সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ প্রায় ৯ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় জড়িত মদ ব্যবসায়ী বিজয় মালিয়ার বাধ্যতামুলক দেশে ফেরা নিশ্চিত করতে পেরে যথার্থই খুশী সিবিআই।
বিজয় মালিয়ার বিদেশের মাটিতে আশ্রয় এবং দেশে না ফেরার একাধিক আবেদন ব্রিটেনের নিম্ন আদালত, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। এরপর তাঁর কাছে কোন আইনি পথই নেই সেখানে অবস্থানের। ফলে আগামী ২৮ দিনের মধ্যেই তাঁর প্রত্যার্পণ ব্যবস্থা শুরু হবে। সিবিআই-এর বক্তব্য,” এর থেকেই প্রমানিত হয় কেউই আইনের ঊর্ধে নয়। এদিন মালিয়াও একটি টুইটে বলেন,”আমি ঋণের ১০০ ভাগই ফেরত দিতে চাইছি। দয়া করে কোন শর্ত ছাড়াই আমার পুরো অর্থ ফেরত নিয়ে এই মামলা বন্ধ করুন।”

…ARC