সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ সংকটের পর সংকটে কাবু সারা দেশ তথা বাংলা। করোনার দাপটের মধ্যেই এসে গেল ভয়ানক ঘূর্ণিঝড় ‘আমফান’। শনিবার বিকেলে নাগাদ তা আছড়ে পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকুল অঞ্চলে।
গত কয়েকদিন ধরেই গ্রীষ্ম তার কড়া তাপে জেরবার করছে রাজ্যবাসীকে। আপেক্ষিক আর্দ্রতাও যথেষ্ট রয়েছে বাতাসে। এই অবস্থায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারী করলো আবহাওয়া দপ্তর। ‘আমফান’এর জেরে আগামী সোমবার ও মঙ্গলবার এ রাজ্যের গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্রে যাবার নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
‘আমফান’ নামটি থাইল্যান্ডের দেওয়া। আবহবিদরা জানিয়েছেন, নিম্নচাপটি গভীর না হওয়া পর্যন্ত তার মতিগতি সম্পর্কে পুরোপুরি আন্দাজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার বিষয়টি আরও স্পষ্ট হবে।
…ARC