-Advertisement-

বসিরহাটে বাম – কংগ্রেসের অবরোধ , অবিলম্বে নিখরচায় ফেরত আনতে হবে পরিযায়ী শ্রমিকদের –

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বাম ও কংগ্রেস একসাথে , পিফা এলাকায় বসিরহাট থানা অন্তর্গত , একজোট হয়ে মালঞ্চ গামী রোডের উপর পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে নিখরচায় ফেরত আনার দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে অবরোধ কর্মসূচি পালন করেন ।

-Advertisement-

বাম ও কংগ্রেস এর মূল দাবি – নিখরচায় পরিযায়ী শ্রমিকদের নিজের বাড়িতে ফিরিয়ে আনা , তাদের কর্মসংস্থান সুরক্ষিত করা , নিখরচায় খাদ্যের ব্যবস্থা করা এবং বিভিন্ন রাজ্যে যেসব পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ঘটেছে তাদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা ।
অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে বাম ও কংগ্রেস ।
…AG

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-