সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনা ও লকডাউনের যৌথ ধাক্কায় মানুষ শারীরিক, আর্থিক, মানসিক সব দিক দিয়েই হিমশিম খাচ্ছে। এর ওপর একধাক্কায় তিনগুন বাসভাড়া বৃদ্ধির খবরে স্বভাবতই মুষড়ে পড়েছিল সাধারন মানুষ। এই আশঙ্কাকে অমূলক করে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, আপাতত বাড়ছে না বেসরকারী বাস-মিনিবাসের ভাড়া।
বৃহস্পতিবার নিজেদের মধ্যে আলোচনার পর বর্তমান ভাড়ার চেয়ে তিনগুণ বেশি ভাড়া দাবি করে প্রস্তাব পরিবহণ দফতরে জমা দিয়েছিলেন বাস মালিকরা। কিন্তু তা অনুমোদন করেনি রাজ্য সরকার। বরং সাধারন মানুষ যাদের প্রতিদিন রাস্তায় বেরোতে হয় তাদের কথা মাথায় রেখে আরও বেশী করে সরকারী বাস পথে নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও জরুরী ভিত্তিতে ১০০০ টি অ্যাপ ক্যাবকে যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে বলে পরিবহনমন্ত্রী জানান।
ভাড়া না বৃদ্ধির খবরে আপাত স্বস্তিতে সাধারন মানুষ।
…ARC