সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ দেশজুড়ে শুরু হয়েছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর প্রক্রিয়া। কাজের জায়গায় লকডাউনের জেরে আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য রাজ্য ও কেন্দ্র দু’পক্ষই বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত।

কোলকাতা কর্পোরেশনের ১০৯ নং ওয়ার্ডেও দেখা গেল এরকমই এক মানবিক মুখ। প্রায় ১৯ জন পরিযায়ী শ্রমিক সমস্ত পরিবহণ ব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় নিজ বাসভুমিতে ফিরতে না পারায় কার্যত অনাহারে মরতে বসেছিল। কিন্তু সেই ওয়ার্ডের পরিচিত মুখ মানবদরদী সমাজসেবী মৌসুমী দাসের উদ্যোগে তাদের জন্য খাদ্যসামগ্রীর পাশাপাশি গ্যাস সিলিন্ডার কেনার জন্য অর্থ সাহায্যও করা হয়। এছাড়া দক্ষিন শহরতলী জেলার বিজেপি সভাপতি সোমনাথ ব্যানার্জীর উদ্যোগে নাগাল্যান্ড নোডাল অফিসে লিখিত প্রতিবেদন জমা দিয়ে তাদের যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ফেরানোর তোরজোড় শুরু হয়েছে।
এইভাবে সবাই আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে নিঃসন্দেহে এই অসহায় আটকে পড়া মানুষগুলো ফিরতে পারবে নিজেদের পরিবারের কাছে।
…ARC