-Advertisement-

পরিযায়ীর রক্তে আবার লাল দেশের মাটি

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ পরিযায়ী শ্রমিকদের মৃত্যুমিছিল ক্রমশ বেড়েই চলেছে। মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশ।

-Advertisement-

সুত্রের খবর শনিবার ভোর রাতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষে ২৫ টি তরতাজা প্রাণের পরিসমাপ্তি ঘটলো উত্তরপ্রদেশের মিহাউলি নামের একটি গ্রামের পাশের সড়কপথে। এদের মধ্যে৬ জন ছিলেন বাংলার শ্রমিক। প্রায় ৩০ জনের বেশী জখম হয়েছে এই দুর্ঘটনায়। এরা সকলেই রাজস্থানে মার্বেল কারখানায় কর্মরত ছিলেন। লকডাউনের জেরে কোনভাবেই বাড়ি না ফিরতে পারায় একটি লরি ভাড়া করে ফেরার ব্যবস্থা করে এবং ঘটে যায় এই ভয়ানক দুর্ঘটনা।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী গতকাল এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

-Advertisement-

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-