সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ লকডাউনের জন্য এখন সাধারন মানুষ গৃহবন্দী। এই কারনে রাস্তাঘাটে আবর্জনা, খালি বোতল, মাটির ভাঁড় ইত্যাদিও কম চোখে পড়ছে। এরফলে পুর স্বাস্থ্যকর্তারা আশা করছেন এই বছর ডেঙ্গির উপদ্রব কম হবে। এছাড়া মানুষ সামাজিক দুরত্ত্ব কিছুটা হলেও পালন করছে বলে একজনের থেকে আরেকজনের ডেঙ্গি সংক্রমণ কমবে বলেও আশাবাদী পুরসভার কর্তারা।
করোনার প্রতিকুল পরিস্থিতি থাকলেও প্রথম থেকেই পুরসভাগুলি এবার সর্বশক্তি দিয়ে ডেঙ্গি ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মশাবাহিত এই রোগের দিকে যেন কম মনোযোগ না দেওয়া হয় করোনায় মনোনিবেশ করতে গিয়ে। এই নির্দেশ মাথায় রেখেই সমস্ত স্বাস্থ্যকর্মীরা নেমে পড়েছেন করোনার পাশাপাশি ডেঙ্গি-দমনে।
…ARC