সংবাদ ভাস্কর নিউজ : সম্প্রতি বেহালার সুধা সিন্ধু মার্কেটে ৩৫০ জন দৈনন্দিন আয়ের উপরেং নির্ভরশীল ও দুঃস্থদের হাতে প্রয়ােজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বেহালা ইস্টবেঙ্গলিয়ান্স সংস্থা । বেহালার বিস্তীর্ণ অঞ্চলের প্রয়ােজনীয় মানুষের কাছে এই সংস্থার তরফ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে । বেহালা ইস্টবেঙ্গলিয়ান্স সংস্থার এই ক্ষুদ্র প্রচেষ্টাটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকলেই এগিয়ে এসেছেন । সংস্থার তরফ থেকে জানানাে হয়েছে , ভবিষ্যতেও বিপন্ন এবং অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হবে প্রয়ােজনীয় সামগ্রী ।
বেহালা ইস্টবেঙ্গলিয়ান্স সংস্থা পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ –
-Advertisement-