সংবাদ ভাস্কর নিউজ : বিভিন্ন রাজ্য থেকে নার্সদের অফার আসাতেই, রাজ্য ছাড়লেন 185 জন নার্স । ঐ সব নার্সরা কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। ঐ সব নার্সদের বাড়ি ওড়িশা, ত্রিপুরা, মনিপুর, মিজোরাম এবং ঝাড়খণ্ডের বাসিন্দা । এই মহামারির দিনে এমনটা হওয়াই স্বাভাবিক বলেছেন পিয়ারলেস হাসপাতালের কত্বা সুদীপ্ত মিত্র। কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষদের জিজ্ঞাসা করা হলে বলেন, মানুষদের বিপদের মুখে ঠেলে দিয়ে ঐসব নার্সদের চলে যাওয়া ঠিক হয়নি।
-Advertisement-