সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ গত রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দুজন প্রতিনিধি করোনা মোকাবিলা নিয়ে বৈঠক করেন পুরসভার স্বাস্থ্য দপ্তরের কিছু আধিকারিকের সঙ্গে।
পুরসভা সুত্রে জানা গেছে, তারা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন এবং আলোচনার বিষয় ছিল মুলত তিনটি জোন বিশেষ করে স্পর্শকাতর জোনগুলিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে। এই ধরনের জোনগুলিতে বাজার বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা এবং বিশেষ সংক্রমিত এলাকায় কঠোরভাবে লকডাউন পালনের জন্য বলেন তারা। যতদিন পর্যন্ত ওই অঞ্চল্গুলি গ্রীনজোনে না পড়ছে ততদিন নিত্য প্রয়োজনীয় জিনিস বাসিন্দাদের হাতে পৌঁছে দেবার সুপারিশও করেন এই দুজন প্রতিনিধি।
…ARC