সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ মোটর সাইকেল, অটোর সুবাদে এতদিন সাইকেল ছিল দুয়োরানী। এ পাড়া থেকে ও পাড়া, নিদেনপক্ষে কাছের দোকানে যেতেও এগুলোর ব্যবহারেই অভ্যস্ত হয়ে উঠেছিল সাধারন মানুষ। কিন্তু একে করোনা, তার ওপর লকডাউনের ধাক্কায় যেমন কড়াকড়ি হয়েছে সামাজিক দুরত্ত্বের তেমনি আর্থিকভাবে ক্ষতি হয়েছে মানুষের। তাই সস্তায় পুষ্টিকর খাদ্যের মত যানবাহন হিসেবে উঠে এসেছে সাইকেলের নাম। এখন এই দু চাকার যানটি হবে আপনার আগামী দিনের পথ চলার সঙ্গী।
আশা করা হচ্ছে এখন যাতায়াতের মাধ্যম হিসেবে সাইকেলের গ্রহণযোগ্যতা সবার কাছে বাড়বে। পরিস্থিতির দিকে তাকিয়ে বলা যায় সামাজিক দুরত্ত্ব রক্ষা এবং খরচ বাঁচানো এই দুই ক্ষেত্রেই এক বিরাট ভুমিকা থাকবে সাইকেলের। অনেকেই ঠিক করে রেখেছেন লকডাউন শিথিল হবার পর দোকান খুললেই আগে সাইকেল কিনবেন।
…ARC