সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ‘আদত সে মজবুর’ ও ‘কুলদীপক’ এর মত জনপ্রিয় হিন্দি টেলিসিরিয়ালের তারকা মনমিত গ্রেওয়াল শুক্রবার রাতে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন।
সুত্রের খবর, বেশ কিছুদিন ধরেই লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় ও বকেয়া পাওনা না পেয়ে হতাশায় ভুগছিলেন তিনি। এমনকি বাড়ি ভাড়া মেটানোর ক্ষমতাও ছিল না তাঁর। এই অবস্থায় আচমকা নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মাত্র ৩২ বছর বয়সে শেষ হল তাঁর জীবনযুদ্ধ।
তাঁর স্ত্রী বলেন ঝুলন্ত অবস্থায় একার পক্ষে মনমিতকে বাঁচানো সম্ভব না হওয়ায় তিনি প্রতিবেশীদের চিৎকার করে ডাকেন। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে তারা কেউ এগিয়ে আসেননি সাহায্য করতে। ফলস্বরূপ মৃত্যু হয় মনমিতের।
আদপে পাঞ্জাবের বাসিন্দা মনমিত অনেক ওয়েব সিরিজ ও টিভি সিরিয়ালে কাজ করেছিলেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া দুস্কর।
…ARC