সংবাদ ভাস্কর নিউজ : ১২ ঘণ্টার মধ্যে সুপার সাইক্লোনে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় উম্পুন। তার জেরে রাজ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
পরিস্থিতি মোকাবিলায় রণকৌশল ঠিক করতে সোমবার উচ্চপর্যায়ের বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারটে সময়ে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝড়ের প্রভাবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
