
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনা ও লকডাউনের জেরে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে ১৪৩ নং ওয়ার্ডের পরিচিত মুখ ও সমাজসেবী গার্গী বিশ্বনাথনের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্যান্য ত্রাণসামগ্রীর বিলির পাশাপাশি গতকাল একটি অন্নদানের ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন এলাকা ঘুরে সেই অন্নবিলির দলটি যখন বিধানপল্লী এলাকায় পৌঁছায় তখন তৃনমূলের কিছু কর্মী-সমর্থক তাতে বাধার সৃষ্টি করে। পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে পলাশ খোয়া নামে একজন বিজেপি কর্মী গুরুতর জখম হয় এবং আরেক কর্মী ও উদ্যোক্তা সুশান্ত দেব কে মারধোর করে তাঁর চশমা ভেঙ্গে দেওয়া হয়। প্রথমজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

বিশিষ্ট সমাজসেবী এবং দক্ষিন শহরতলী জেলা বিজেপির মহিলা মোর্চার সহ-সভানেত্রী গার্গী বিশ্বনাথন বলেন,” আমদের ত্রাণকার্য্যে বারবার বাধা দেওয়া সত্ত্বেও আমরা নিরলসভাবে চালিয়ে যাচ্ছি দেখে কর্মী-সমর্থকদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য এই হিংসার আশ্রয় নেওয়া হল। আমরা হরিদেবপুর থানায় একটি জেনারেল ডাইরি করেছি এবং আগামী কাল ও পরশুও এই অন্নদান চালিয়ে যাব যতই বাধা আসুক।”