-Advertisement-

বাঁকুড়ার দখল ফিরে পাওয়ার আপ্রান চেষ্টা তৃণমূলের

পশ্চিমবঙ্গ বাঁকুড়া

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ লালদুর্গ বাঁকুড়া একসময় ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। কিন্তু গত লোকসভা ভোটের পর আবার তা বেদখল হয়ে যায়। গেরুয়া দল একের পর এক জেলাতে নিজের অধিকার কায়েম করতে থাকে। কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়ে শাসকদল।

-Advertisement-

করোনা আবহাওয়ায় ইতিমধ্যে পরিযায়ী শ্রমিক ফেরানোর বিষয়কে কেন্দ্র করে আবার বাঁকুড়া কে সবুজ করার ব্রতে এগিয়ে চলেছে টিএমসি। জানা গেছে এরমধ্যেই প্রচুর শ্রমিক পৌঁছে গেছে বাঁকুড়ায়। জেলা প্রশাসন সবরকমভাবে পাশে দাঁড়াচ্ছেন তাদের। ১৯০ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০০ টি পরিবারকে কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া তৃণমূলের জনপ্রতিনিধিরাও সাধ্যমত দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

সংক্ষেপে বলতে গেলে মরিয়া হয়ে উঠেছেন শাসকদল হারানো জমি পুনরুদ্ধারে।

-Advertisement-

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-