সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ প্রকাশ্যে এল সরকারী অন্ধ বিদ্যালয়ের এক চরম লজ্জাজনক ঘটনা।
পুরুলিয়ার বাসিন্দা এক ২১ বছরের অন্ধ ও মানসিক প্রতিবন্ধী ছাত্রী বেহালা অন্ধ বিদ্যালয়ে থেকে পড়াশুনা করতো। কিছুদিন আগে তাঁর কিছু শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে পরিবারের লোকেরা চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে জানা যায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
সুত্রের খবর এরপর মেয়েটির মা এই মাসের আট তারিখ নাগাদ হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি সন্দেহ করছেন স্কুলের কেউ অপকর্মের সাথে জড়িত। রহস্য আরও ঘনীভূত হয় যখন স্কুল কর্তৃপক্ষ তাঁকে টাকা দিতে চায়।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই মর্মে একটি মামলা রুজু করেছে ৩৭৬(২)(ডি)(ফ)(এল) আইপিসি-তে। নিগৃহীতার মা দরকারে আইনি সাহায্য নেওয়ার কথা বলেন। সরকারী প্রতিষ্ঠানে পড়াকালীন এই ধরনের ঘটনা ছাত্রীদের নিরাপত্তার দিকটিকে একটি বড়সড় প্রশ্নচিহ্নের সামনে ফেলে দিল।
…ARC