-Advertisement-

উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ কোভিড-১৯ এর করাল গ্রাসে তছনছ হয়ে গেছে স্বাভাবিক জনজীবন। শিক্ষা-স্বাস্থ্য সবেতেই পড়েছে এর বিরূপ প্রভাব। এমনকি উচ্চমাধ্যমিকের মত গুরুত্বপূর্ণ পরীক্ষাকেও স্থগিত করতে বাধ্য হয়েছে রাজ্য শিক্ষা দপ্তর।

-Advertisement-

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই। তবে, কবে কী পরীক্ষা নেওয়া হবে, তা ঠিক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তিনি বলেন,” উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই হয়ে যাওয়া বিষয়গুলির পরীক্ষার উত্তরপত্রের নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে। বাকি যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই আমরা উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের চেষ্টা করব।”

আচমকা লকডাউন হয়ে যাওয়ায় বেশকিছু পরীক্ষা স্থগিত হয়ে যায় উচ্চমাধ্যমিকের। ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টেন্সি,কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান,অ্যারাবিক,ফ্রেঞ্চ,স্ট্যাটিসটিকস, ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এইসব বিষয়গুলির পরীক্ষা বন্ধ রাখতে হয়। স্কুল শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে করোনাভাইরাসের থেকে সুরক্ষার সবরকম বিধিনিষেধ মেনেই নেওয়া হবে পরীক্ষাগুলি।

-Advertisement-

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-