সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ প্রচুর অদ্ভুত কাণ্ডকারখানা নিরন্তর ঘটে চলেছে আমাদের চারপাশে যার কোন কার্যকারণ অনেকসময়ই আমরা খুঁজে পাইনা। এরকমই এক কান্ড ঘটেছে সম্প্রতি মেক্সিকোতে।
সুত্রের খবর স্থানীয় এক অধিবাসী সোশ্যাল মিডিয়াতে একটি শিলার ছবি পোস্ট করেন যা দেখতে অবিকল করোনাভাইরাসের মত। তিনি বলেছেন এই বিরাট আকৃতির শিলাগুলি ঝড়ের সাথে মেক্সিকোর আকাশ থেকে পড়েছে। এরপরই ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অনেকে একে সৃষ্টিকর্তার ঘরে থাকার ইঙ্গিতস্বরূপ মনে করেছে। তবে আবহবিদরা এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, একটি ঝড়ের মধ্যে শিলাবৃষ্টি মূলত ছোট গোলাকার বরফের রূপ নিয়ে শুরু হয়। তারপর এর উপর বরফের স্তর জমে। খুব তীব্র ঝড়ের সময় শিলাগুলো বেশ বড় আকার ধারণ করে। মাটিতে পড়ার আগে একে অপরের সাথে ধাক্কা লেগে ক্ষয় হতে শুরু করে তখনই এর গায়ে করোনাভাইরাসের মত স্পাইক তৈরি হয়। এটা খুবই সাধারন ঘটনা।
সুত্রঃ মিরর
…ARC