সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ প্রায় প্রতিবছরই কমবেশি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় আমাদের দেশ তথা রাজ্য। গতবছর নভেম্বর মাসের প্রথমদিকে আমরা ‘বুলবুল’ এর উপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছি আর এবছর ‘আমফান’ এর চোখরাঙ্গানি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
গত দুমাস ধরে করোনা অতিমারীর তাণ্ডবে লণ্ডভণ্ড আমাদের রাজ্য। মুখ্যমন্ত্রী যথাসাধ্য চেষ্টা করে চলেছেন রাজ্যবাসীকে সুরক্ষিত রাখার। এরমধ্যেই আবার এই প্রবল ঘূর্ণিঝড়ের ধাক্কার হাত থেকে বাঁচাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি স্বয়ং।
আজ বুধবার গোটাদিন এবং সারারাত তিনি নবান্নে কাটাবেন রাজ্যের দুর্যোগ পরিস্থিতির দিকে নজর রাখতে। গতকালই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের শীর্ষ নেতৃত্ব ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কিভাবে এই কঠিন অবস্থার মোকাবিলা করা যায় তা নিয়ে। রাজ্যবাসীকে সতর্ক থাকতে এবং অযথা আতঙ্কগ্রস্থ না হতে পরামর্শ দেন মমতা। রাজ্য প্রশাসন প্রয়োজনে সবরকম সাহায্যের জন্য প্রস্তুত আছে বলে তিনি আশ্বাস দেন।
…ARC