সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ আপাতত পুরসভার মাথাব্যথা এখন মধ্য ও দক্ষিন কোলকাতাকে নিয়ে। কিছুদিন আগে পর্যন্ত উত্তর কোলকাতার বড়বাজার, বেলগাছিয়া অঞ্চল ভাবিয়েছিল পুরসভাকে। কিন্তু ক্রমশ সেইসমস্ত অঞ্চলে সংক্রমণ কমে যাওয়ায় ও নতুন করে পরপর সংক্রমিত না থাকায় কিছুটা হলেও স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর।
কিন্তু সুত্রের খবর অনুযায়ী মধ্য কোলকাতার বেলেঘাটা ও এন্টালিতে গত ১৬ দিনে প্রায় ৩৩ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়া দক্ষিন কোলকাতার বালিগঞ্জ, কসবা, আলিপুর, যাদবপুর অঞ্চল মিলিয়ে গত ১৮ দিনে প্রায় ১৫ জন নতুনভাবে করোনা কবলিত হয়েছে। পুরসভা থেকে ভ্রাম্যমান গাড়িতে র্যাপিড সোয়াব টেস্ট করা হচ্ছে। এছাড়া লকডাউন মেনে চলা আরও কিভাবে কড়াহাতে নিয়ন্ত্রন করা যায় সেই বিষয়েও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যপরীক্ষার কর্মসূচীও নিয়েছে পুরস্বাস্থ্য দপ্তর।
মঙ্গলবার এক সমীক্ষায় দেখা গেছে বাংলা এক লক্ষ করোনা টেস্টের গন্ডি পেরিয়ে গেছে ইতিমধ্যেই। আগামীদিনে আরও বেশীসংখ্যক টেস্ট করার দিকে ঝুঁকবেন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে।
…ARC