সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক – গোটা দেশ যখন করোনা ভাইরাস নিয়ে চিন্তিত ঠিক তখনই একাধিক রাজ্যে ঝাকে ঝাকে ঢুকে পড়েছে পঙ্গপাল । রাজস্থান , হরিয়ানা ,পাঞ্জাব , উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের একাধিক গ্রাম ও শহরে হানা দিয়েছে এই পঙ্গপাল । পঙ্গপালের হানায় একাধিক ফসল নষ্ট হয়েছে অনেক জায়গায় । এই বছরে নির্দিষ্ট সময়ের আগেই হানা দিয়েছে পঙ্গপাল । সূত্রের খবর পঙ্গপাল ইতিমধ্যেই ঝারখান্ড সীমান্তে ঢুকে পড়েছে । এপ্রিল মাসের প্রথম দিকেই পাকিস্তান সীমান্ত পেরিয়ে রাজস্থানে ঢুকে পড়েছিল পঙ্গপাল । পঙ্গপালের গ্রাস থেকে নিজেদের ফসল বাঁচাতে কৃষকরা ইতিমধ্যেই কীটনাশক ব্যবহার করা শুরু করে দিয়েছে ।
…AG