সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ রাজ্যের স্বরাষ্ট্রসচিব যতই বলুক ৯০ শতাংশ অঞ্চলে বিদ্যুৎ এসে গেছে, আসল ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখনও পর্যন্ত দক্ষিন কোলকাতার অনেক অঞ্চলই অন্ধকারে ডুবে। হাহাকার চলছে একটু জল পাওয়ার আশায়।

যাদবপুর বিধানসভা এলাকার বিশিষ্ট সমাজসেবী ও পরিচিত মুখ মানস ভট্টাচাৰ্য্য গত রবি ও সোমবার যথাক্রমে যাদবপুর ও বাঘাযতীন মোড় অবরোধ করেন বিদ্যুৎ ও জলের দাবীতে। তাঁর সঙ্গে ছিলেন সমগ্র এলাকাবাসী ও তরুণ প্রজন্ম।

সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই আন্দোলন গড়ে তোলার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে নজর কাড়ে এলাকার মহিলাদের উপস্থিতি যারা পুরো দুদিন ধরে লাগাতার আন্দোলনকারীদের পাশে থেকে সাহস যুগিয়েছেন।

মানস ওরফে রাজা ভট্টাচাৰ্য্য এর আগেও বহুবার ঝাঁপিয়ে পড়েছেন সাধারন মানুষের দুঃখ-দুর্দশায়। তিনি গঠন করেছেন একদল স্বেচ্ছাসেবক যারা সবসময় তৈরি থাকে মানুষের সেবায়। তিনি আমাদের মুখপাত্রকে জানান,” ধন্যবাদ জানাবো উচ্চ নেতৃত্ব কে পাশে এসে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ জানাবো এলাকার সেই সকল মানুষ কে যারা দুই দিন ধরে এই আন্দোলন কে এগিয়ে নিয়ে গেছেন এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো এলাকার মহিলাদের যারা দুই দিন ধরে ঘর সংসার ফেলে এই আন্দোলন কে একটা দিশা দিয়েছেন। সর্বশেষে বলবো আমার যুব ভাইদের কথা যারা বয়েসে নবীন হলেও প্রকৃত অর্থে এই আন্দোলনকে তারাই নেতৃত্ব দিয়েছে। আমাদের এই আন্দোলনের জন্য যে সকল মানুষ কে অসুবিধার মুখে পড়তে হয়েছে তাদের সকলের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।”
…ARC