সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ উপর্যুপরি করোনা এবং লকডাউনের আঘাতে জেরবার সাধারন মানুষ, বিশেষ করে ফুটপাথবাসী ও গৃহহীন উদ্বাস্তুরা। বহু স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রতিষ্ঠান বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত।

বেহালা অঞ্চলের এরকমই একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হল কালেক্ট ফর কেয়ার বা সিএফসি। লকডাউনের একেবারে শুরুর দিনই মানুষের সেবার ব্রত নিয়ে জন্ম এই প্রতিষ্ঠানের। প্রথম দিনই ৫৫০ দুঃস্থ মানুষকে চাল, ডাল, আলু বিতরণ করে আরম্ভ হয় এদের পথচলা। গত ১৪ই এপ্রিল থেকে লাগাতার অন্ন যুগিয়ে যাচ্ছে ফুটপাথবাসী, মানসিকভাবে অপ্রকৃতিস্থ ও গৃহহীন মানুষদের জন্য।

প্রতিদিন ১২৫-১৫০ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেয় এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা।


এদের মধ্যে অনেকেই কর্পোরেট চাকরী, ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন পেশায় যুক্ত। প্রত্যেকেই কমবেশী আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছেন আকস্মিক লকডাউনের ধাক্কায়। তা সত্ত্বেও তাঁরা সাধ্যমত পাশে দাঁড়িয়েছেন অসহায়দের। এইরকম কিছু উল্লেখযোগ্য নামগুলি হল দিব্যেন্দু সামন্ত, সৌভিক ঘোষ, সনজু দাসগুপ্ত, তীর্থ দে, যতিন্দর সিং, জামিল সিদ্দিকি, সুস্মিতা কুমার এবং আরও অনেক সহৃদয় মানুষরা।
…ARC