সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ অভিনেতা অভিনেত্রীরা সবসময়ই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে থাকেন। আপাতত এই স্থান দখল করে আছেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান।
সুত্রের খবর, ইন্দো-আমেরিকান অভিনেত্রী পুজা কুমার এবং কমল হাসানকে ঘিরে এই গুজব শুরু হয় বেশ কিছুদিন আগে। পুজা বিশ্বরুপম এবং বিশ্বরুপম ২ এই দুটি সিনেমায় কমল হাসানের বিপরীতে অভিনয় করেন। এরপর জল্পনা শুরু হয় যখন বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসাথে দেখা যায়। এমনকি পুজার ঘরোয়া অনুষ্ঠানেও কমলের উপস্থিতি নজর কাড়ে।
প্রসঙ্গত প্রথম স্ত্রী বাণী গণপতি এবং দ্বিতীয় স্ত্রী সারিকার সঙ্গে বিচ্ছেদের পর অনেকদিন কমল হাসানের সম্পর্কে এই ধরনের কোন গুজব রটে নি। তাই সবার চোখ থাকবে আপাতত এর সত্যতার দিকে।
…ARC