সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ হ্যাঁ, ওপরের সংখ্যাটা কোন দুঃস্বপ্ন নয়। বেসরকারী একটি সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি’ বা সিএমআইআই তাঁদের পরিসংখ্যানে এরকমই একটি সংখ্যা তুলে ধরেছেন যা সত্যিই চরম আশঙ্কার বিষয়।
গত এপ্রিল মাসে ভারতের ২৭ টি রাজ্যের ৫৮০০ বাড়িতে সমীক্ষা চালিয়ে তাঁরা দেখেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে গ্রামের অর্থনীতি। সেখানকার প্রায় ৮০ শতাংশ মানুষ তাঁদের কাজ হারিয়েছেন যারা বেশিরভাগই খেতমজুর বা দিনমজুর গোষ্ঠীর অন্তর্গত। গত ১০ বছরে যে অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়েছিল ভারত তা পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে এই করোনার জেরে।
সিএমআইআই আরও জানাচ্ছে, আগামীদিনে যত মানুষ করোনার প্রকোপে মারা যাবে তার চেয়েও বেশী মারা যাবে দারিদ্র ও অনাহারে। এই রিপোর্ট ভারতবাসীর রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট।
…ARC