সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ দমকলমন্ত্রী সুজিত বসুর শরীরেও পাওয়া গেল কোভিড-১৯ এর জীবাণু। প্রথমে মন্ত্রীর বাড়ির পরিচারিকার শরীরে পাওয়া গেছিল এই মারনভাইরাসের অস্তিত্ব। এরপর মন্ত্রীর রক্তপরীক্ষাতে ধরা পড়ে তিনিও বহন করে চলেছেন উপসর্গহীনভাবে এই ব্যাধী।
-Advertisement-
আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, মন্ত্রী ও তাঁর স্ত্রীর শরীরে কোন উপসর্গ নেই। তাই তাঁদের হাসপাতালে রাখার প্রয়োজন পড়েনি।
…ARC
-Advertisement-