-Advertisement-

করোনার মাঝে হাসপাতালেই বিয়ে সারলেন ডাক্তার – নার্স !

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ : সম্প্রতি ঘটনাটি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের । নবদম্পতির নাম জান । টিপিং ও আন্নালান নাভারাতনাম । ৩৪ বছর বয়সী নার্স জান টিপিং এবং ৩০ বছর বয়সী চিকিৎসক আন্নালান নাভারাতনাম তাদের এই বিয়ের অনুষ্ঠান লাইভ – স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করেন । স্বজনরা বাড়িতে বসেই বিয়ের অনুষ্ঠানে অংশ নেন । নব দম্পতির জন্য ভার্চুয়াল অভ্যর্থনা , নাচ এবং বক্তব্যের ব্যবস্থা করা হয় ।

-Advertisement-

বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করে রেখেছিলেন । কিন্তু কোভিড -১৯ পরিস্থিতিতে সেটি বাতিল করতে হয়েছিল । কিন্তু আর অপেক্ষা নয় , তাই হাসপাতালেই বিয়েটা সেরে ফেললেন ডাক্তার ও নার্স । দুজন দুজনকে পছন্দ করতেন ভীষণ ।

২৪ শে এপ্রিল অনুষ্ঠিত তাদের বিয়েকে তারা চমৎকার বলে উল্লেখ করেন । কিন্তু বলেন যে , তারা দুজনেই যে জায়গাটাতে কাজ করেন সেখানে বিয়ে করাটা অদ্ভুত মনে হচ্ছে । নাভারানাম একজন চিকিৎসক হিসেবে সেন্ট থমাস হাসপাতালে এক বছর ধরে কাজ করছেন । তিনি বলেন , খুবই খুশি কারণ আমরা একে অপরের কাছে অঙ্গীকারবদ্ধ হতে পেরেছি । এদিকে বিয়ের খবর শােনার পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ।

-Advertisement-

সুত্র :BBC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-