সংবাদ ভাস্কর নিউজ :: দুর্গাপুর : : সম্প্রতি বিশ্ব যখন একপ্রকার অন্ধকার ঘনঘটায় আচ্ছন্ন হয়ে রয়েছে , অর্থাৎ করোনা মহামারীর থাবায় সমগ্র বিশ্ববাসী দীর্ঘ কয়েকমাস যাবৎ একপ্রকার বিচ্ছিন্ন ও গৃহবন্দী হয়ে পড়েছে | গৃহবন্দী থাকার ফল সরাসরি পড়েছে বিশ্বের সাধারণ মানুষের রুজি – রোজগারের উপর | এক কথায় বলতে গেলে বিশ্ব অর্থনীতি ও সমাজব্যাবস্থার দেওয়ালে পিঠ ঠেকে গেছে | অনুরূপ ভারত বর্ষের সাম্প্রতিক অবস্থাও খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে |প্রতিনিয়ত করোনার থাবায় প্রাণ হানী হচ্ছে ভারত বর্ষের অগুনিত সাধারণ মানুষের , একইসাথে অসুস্থ হচ্ছে হাজারো মানুষ | এর মূল কারণ হলো এই মারণব্যাধি করোনার এখনও পর্যন্ত কোনও রূপ পরীক্ষামূলক ঔষুধ আবিষ্কার করা সম্ভব হয়ে ওঠেনি |
এই অবস্থায় দাঁড়িয়ে দেশের সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি প্রায় সবরকম সাহায্য করে চলেছে সর্বদা | একইসাথে দেশের অভ্ভন্তরের বহু সমাজসেবী সংগঠন গুলোও দেশের সাধারণ ও অসহায় মানুষগুলির সেবায় স্বসামৰ্থ মতন সেবা করে চলেছে |অনুরূপ আজ দুর্গাপুরের ইস্পাত নগরীর রাণাপ্রতাপে এন এস পি সি এল রিটায়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ১৩১০০ টাকার চেক তুলে দিলেন দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীর হাতে ওই সংস্থার সদস্যরা | এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এস পি সি এল এর ভাইস প্রেসিডেন্ট সমরেশ ভট্টাচার্য , এন .এস উইলখো , অরবিন্দ দাস , এন এস পি সি এল এর জি .এস দিলীপ চক্রবর্তী , সেক্রেটারি মানিক লাল মাহাতো , পশ্চিম বর্ধমান বুদোকান মার্শাল আর্ট স্পোর্টস এসোসিয়েশন এর সেক্রেটারি পুষ্পল রায় , হিউম্যান রাইটস এসোসিয়েটস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেবাংশু কুমার মন্ডল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ |