সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক – ৪.৬ magnitude রিকটার স্কেলে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি এবং তার প্রতিবেশী রাজ্যগুলি । গতকাল ২৯ মে রাত ৯:0৮ সময় কম্পন অনুভূত হয় , জানান দ্য নেশনাল সেন্টার ফর সিসমোলজি।
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার রোহটকে এবং জি-নিউজ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে যে এই কম্পনের গভীরতা ছিল ৩.৩ কিলোমিটার। তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
রিপোর্ট অনুযায়ী কম্পন গুরুগ্রামের কিছু অংশে অনুভূত হয়েছিল , ফারিদাবাদ , গ্রেটার নয়ডা , রোহটক , জিন্ড , সনিপাট , চন্ডিগড় , পাঞ্জাব এবং রাজধানী দিল্লির আশেপাশের অঞ্চলগুলিতে ।
এপ্রিল মাসের ১৩ তারিখ থেকে এই নিয়ে ৬ তম ভূমিকম্প হল রাজধানী দিল্লিতে এবং চতুর্থবার একাই মে মাসে।
…AG , সূত্র : জি-নিউজ ইন্ডিয়া ।