সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ত্রাণ বিতরণ নিয়ে রাজনীতি আর কিছুতেই থামছে না। গতকাল আম্ফান ঝড়ে বিধ্বস্ত ক্যানিং অঞ্চলে ত্রাণ পৌঁছাতে গিয়ে প্রশাসনের বাধার সম্মুখে পড়লেন সংসদ তথা রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জী এবং রাজ্যের বেশকিছু পদাধিকারী যেমন সঙ্ঘমিত্রা চৌধুরী, শশী অগ্নিহোত্রী, সাহানা মুখার্জীসহ আরও অনেক নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

সুত্রের খবর, ভারতীয় জনতা পার্টির এই দলটি যখন তালদি এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছায় তখন সেখানকার পুলিশ কর্তারা সংসদের গাড়ি আটকায় এবং সেখান থেকে ফিরে যেতে বলে। তাঁদেরকে বলা হয় বিজেপি ত্রাণ দিতে গেলে গোলমালের আশঙ্কা আছে। অনেক অনুনয়-বিনয়ের পরও যখন প্রশাসনের অনুমতি মেলে না তখন সেখান থেকে বেরিয়ে বারুইপুর মোড়ের কাছে অবস্থান বিক্ষোভে বসেন লকেটসহ মহিলা মোর্চার দলটি।


এরপর পুলিশ অমানবিকভাবে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় তাঁদের। ঘটনার তীব্র প্রতিবাদ করে লকেট চ্যাটার্জী বলেন,”প্রধানমন্ত্রী টাকা দিয়েছে ১০ দিন হয়ে গেছে, এক টাকাও কেউ পেয়েছে? টাকাগুলো কোথায় যাচ্ছে? পুলিশ বলছে আমাদের কাছ থেকে নিয়ে ত্রাণ পৌঁছে দেবে। তাঁদের ওপর ভরসা করব কি করে? বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছি।” রাজ্য মহিলা মোর্চার সহ-সভানেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরী প্রতিবেদককে জানান,”আমরা পিছু হঠছি না। খুব শীঘ্রই আবার ত্রাণ নিয়ে যাবো অসহায় মানুষগুলোর পাশে। ক্ষমতা থাকলে আটকে নিক।”
…ARC