সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ “একবার সবাই ঘরে পৌঁছে যাক, তারপর আরামের ঘুম দেব।” হিন্দি সিনেমাজগতের পরিচিত মুখ সোনু সুদ এই টুইটটি করেছেন পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে।

দেশবাসী তথা পরিযায়ী শ্রমিকদের কাছে এখন ‘দেবতাস্বরূপ’ সোনু সুদ। ৪৬ বছরের এই অভিনেতা লকডাউন চলাকালীন আটকে পড়া দুঃস্থ শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিচ্ছেন। শুধু তাই নয় যাত্রাপথে যা যা দরকার যেমন পিপিই কিট, খাদ্য-পানীয় সবেরই ব্যবস্থা করছেন তিনি। কেরল থেকে ১৭৭ জন ওড়িশাগামী বাসিন্দাদের জন্য বিশেষ বিমান ঠিক করে দেন। একটি টোল ফ্রি নম্বর দিয়ে তিনি সবাইকে কোনরকম বিপদে তাঁর সাথে যোগাযোগ করতে বলেন।

তাঁর এক অনুরাগী নরেন্দ্র মোদী ও অমিত শাহ কে ট্যাগ করে টুইট করেন,”কঠিন সময়ে একা হাতে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন, তিনিই বাস্তবের নায়ক। তাই ভারত রত্ন ওনার প্রাপ্য।”
একদিন আর্থিকভাবে পিছিয়ে থাকা এই অভিনেতা তাঁর কষ্টের দিনগুলোকে ভুলে যান নি। তাই এই কঠিন পরিস্থিতিতে মানুষের সেবার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন তিনি।
…ARC