সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ সুন্দরবনের প্রতিটা অলিগলি যার চেনা সেই কান্তি গাঙ্গুলিকেই শুধু পাওয়া গেল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে।

বিগত দুবার বিধানসভা ভোটে যাকে ফিরিয়ে দিয়েছে সুন্দরবন ও রায়দিঘীর মানুষ, সেই বৃদ্ধ নেতাকেই দাঁড়াতে দেখা গেল এই দুর্দিনে তাঁদের পাশে।
কান্তিবাবু জানালেন এখন যেহেতু তাঁদের দল ক্ষমতায় নেই তাই অঢেল সাহায্য করতে না পারলেও যথাসাধ্য করবেন তিনি। গোটা এলাকা পরিদর্শন করে কার কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে তা শুনলেন এবং উপযুক্ত সাহায্যের আশ্বাস দেন তিনি। অধিকাংশ মানুষ এই অঞ্চলে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন এখনও, অনেকের মাথার ওপর ছাদটিও নেই। এই অসহনীয় অবস্থায় বর্তমান বিধায়কের দেখা মেলেনি বলে জানায় ক্ষুব্ধ অধিবাসীরা। প্রান্তিক মানুষরা আজও আশায় আছে সরকারী সাহায্যের। এই সময়ে কান্তি গাঙ্গুলির উপস্থিতিকে খড়কুটোর মত ধরে রেখেছেন তারা।
…ARC