সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ গত এক সপ্তাহে রাজ্যে প্রায় দেড় হাজার করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের মাধ্যমেই এই বৃদ্ধি ঘটেছে। এদিকে সাধারন মানুষ তথা সরকারের আর্থিক ক্ষতি দিনদিন বেড়েই চলেছে। এই অবস্থায় একটি সামঞ্জস্য আনার জন্য মুখ্যমন্ত্রী কিছু গাইডলাইনের নির্দেশ দিয়েছেন। আসুন দেখে নেওয়া যাক আগামীদিনে আমরা কিভাবে পালন করবো এই বিধিনিষেধঃ-
-Advertisement-
- ৩০ শে জুন পর্যন্ত বন্ধ স্কুল, কলেজ ও অঙ্গনওয়ারী কেন্দ্র
- বাসে যতগুলি সিট যাত্রী সংখ্যাও তত হতে হবে
- বাসে দাঁড়ানোয় নিষেধাজ্ঞা
- ১ লা জুন থেকে চা-পাট শিল্পে ১০০ শতাংশ কর্মী থাকবে
- সরকারী ক্ষেত্রে ৭০% কর্মী থাকবে ও বেসরকারী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ
- সকল ধর্মের ধর্মীয় স্থান খোলা থাকবে ১ লা জুন সকাল ১০ টা থেকে
- ধর্মস্থানে একসঙ্গে ১০ জনের বেশী না
- মসজিদের বাইরে নমাজ পড়া মানা
- ধর্মস্থান কমিটির ওপর দায়িত্ত্ব দেওয়া হবে নিয়ম পালনের বিধিব্যবস্থা নেওয়ার