-Advertisement-

করোনার জেরে বলে থুতু দেওয়া বন্ধ হল বাংলার ক্রিকেটে –

খেলাধুলা পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ক্রিকেটের ইতিহাসে এমন দিন বোধহয় আগে আসেনি। বলকে চকচকে রাখতে ও সুইং করানোর জন্য থুতু আর ঘাম দেওয়ার চল একেবারে প্রথম থেকেই চলে আসছিল। এবার করোনার প্রকোপে রাশ টানতে হল এই অভ্যাসে।

-Advertisement-

বিশ্বের প্রায় সমস্ত দেশের ক্রিকেট ব্যবস্থার পরিবর্তনে সামিল হল বাংলাও। ঘরোয়া ক্রিকেটে অনেক স্বাস্থ্যবিধি মানার নির্দেশিকা চালু করা হল। নিয়মগুলো হলঃ-

  • প্র্যাকটিসের সময় বলে ঘাম বা থুতু দেওয়া যাবে না
  • খেলার সব জায়গা জীবাণুমুক্ত ও স্যানিটাইজ করতে হবে
  • ট্রেনিং এর সময় প্রত্যেক ক্রিকেটারের কাছে আলাদা বল ও স্যানিটাইজার রাখতে হবে
  • কারো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় আইসোলেশনের ব্যবস্থা করা
  • ড্রেসিংরুম যত কম পারা যায় ব্যবহার করা
  • সুইমিং পুল ব্যবহার করা যাবে না
  • সরকারী অনুমতি ছাড়া জিমও ব্যবহার করা যাবে না
  • শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ঢুকতে হবে
  • করোনা পজিটিভে আক্রান্ত নন এই লিখিত ফর্ম জমা দিয়ে প্র্যাক্টিসে নামতে হবে

ওপরের নিয়মাবলী একমাত্র ঘরোয়া ক্রিকেটের জন্য প্রযোজ্য। খোলা মাঠে কি কি শর্ত মানা হবে তা পরে জানানো হবে।

-Advertisement-

…ARC

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-