সংবাদ ভাস্কর নিউজ :: পৃথিবীর তুলনায় গ্রহটি ১.৭ গুন বড়। বিজ্ঞানীদের গবেষণায় জানা গিয়েছে , গ্রহটি তার কেন্দ্রে থাকা নক্ষত্রকে ১১ দিনে প্রদক্ষিণ করে। এছাড়া বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, সূর্য পৃথিবীর থেকে যত কাছে অবস্থান করছে প্রক্সিমা বি সেন্টারাই তার কেন্দ্রে থাকা নক্ষত্র থেকে আরও কুড়ি গুন কাছে অবস্থান করছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রার সঙ্গে এই গ্রহটির তলের তাপমাত্রা সমান বলেই ধারনা বিজ্ঞানীদের। তাতেই বিজ্ঞানীরা অনুমান করছেন, পৃথিবীর মতোই হয়তো এই গ্রহে জলের উপস্থিতি রয়েছে। আর জলের উপস্থিতি মানেই প্রাণের সন্ধান। অর্থাৎ বিজ্ঞানীরা মনে করছেন ওই গ্রহে জল থাকলে প্রাণের অস্তিত্বও থাকতে পারে।
তবে চিন্তার বিষয়, প্রক্সিমা বি গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে সেই নক্ষত্র থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি গ্রহটির দিকে ধেয়ে আসে যা সূর্যের তেজস্ক্রিয় রশ্মির তুলনায় ৪০০ গুন বেশি। আর তাতেই বিজ্ঞানীরা মনে করছেন, প্রাণের অস্তিত্ব থাকলেও তা রক্ষা পাবে কি করে।
Source: bharatbarta