সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক – দেশে ৩০ জুন অব্দি কনটেইনমেন্ট জোনে লকডাউন বাড়ানো হলো । এই পঞ্চম দফার লকডাউন এ ভারত সরকার নিয়ে এলো নতুন গাইডলাইন । এই লোকডাউনে গ্রীন , রেড ও অরেঞ্জ জোন কনসেপ্ট টি তুলে দেওয়া হয়েছে এবং শুধু একটাই জোন হবে আর সেটি হল কনটেইনমেন্ট জোন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাইডলাইনে বলা হয়েছে যে রাত ৯‘টা থেকে সকাল ৫‘টা অবদি গোটা দেশে টোটাল কারফিউ জারি থাকবে । ৮‘ই জুন থেকে সকল ধর্মীয় স্থান গুলি খোলা যাবে কিন্তু লকডাউন এর নিয়ম মেনে । লকডাউন ৫.০ এর নাম দেওয়া হয়েছে আনলক –১ ।

লকডাউন ৫.০ এ অনুমোদিত :
১. ৮‘ই জুন থেকে হোটেল ও মল খোলা যাবে ।
২. এক রাজ্য থেকে আরেক রাজ্য যাওয়ার জন্য পাশের প্রয়োজন পড়বে না ।
৩. দ্বিতীয় পর্যায়ে স্কুল কলেজ ইনস্টিটিউট চালু করা যাবে কিন্তু রাজ্য সরকার চাইলে সেটা করা যাবে সিদ্ধান্তটি রাজ্য সরকারদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে ।
লকডাউন ৫.০ এই নিষেধাজ্ঞাগুলি অব্যাহত থাকবে :
১. মেট্রো আপাতত বন্ধ থাকবে ।
২. রাত ৯‘টা থেকে সকাল ৫‘টা অবদি গোটা দেশে টোটাল কারফিউ জারি থাকবে ।
৩. এই মুহূর্তে কোন বিদেশ যাত্রা করা যাবে না ।
৪. শেষকৃত্যের শুধুমাত্র কুড়ি জন উপস্থিত থাকতে পারবেন ।
৫. একটি দোকানে শুধুমাত্র পাঁচজন একসাথে জিনিসপত্র কিনতে পারবেন ।
৬. সিনেমা হল জিম এবং সুইমিংপুল বন্ধ থাকবে ।
…AG