সংবাদ ভাস্কর নিউজ : করোনা যে কেবলমাত্র মানুষের কাছে খাইলি কেড়ে নিয়েছে তা হয়তো নয় , এর উদাহরণ মিলল এবার আসানসোলে ২১ বছর আগে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত সামবাঁধ এলাকায় বাড়ি থেকে কোন কারনে বেরিয়ে গিয়েছিলেন সুরেশ প্রসাদ নামে এক ব্যক্তি | সেই সময় বাড়িতে ছিল দুই পুত্র সহ দুই কন্যা ছিলেন তার স্ত্রী এবং বাবা। বিভিন্ন জায়গায় আবেদন-নিবেদনের পরেও কোথাও থেকে কোথা সাড়া মেলেনি | কোনোভাবে প্রচন্ড আর্থিক অনটনের মধ্যে একটার পর একটা দিন কাটিয়ে গিয়েছেন তার স্ত্রী | আর ইতিমধ্যেই দারিদ্রতা এবং অভাব এর সঙ্গে লড়াই করতে করতে মৃত্যু হয়েছে তার এক সন্তানের | কিন্তু তবুও হাল ছাড়েননি সুরেশবাবু স্ত্রী অবশেষে করোনা মিলিয়ে দিল সেই সুরেশবাবু কে তার পরিবারের সঙ্গে। কারণ ইতিমধ্যেই করোনার সময়ে ঘুরে ঘুরে আক্রান্ত হয়েছেন তিনি। পরিবারের ঠিকানা খুঁজতে খুঁজতে প্রশাসনের কাছে বলেছেন নিজের আসল বাড়ির ঠিকানার কথা আর সেখান থেকেই মিলেছে। এখন পরিবারের আশা এটাই তাড়াতাড়ি ১৪ দিনের কোরানটাইন শেষ করে আসুক সুরেশবাবু।
করোনা প্রাণ কেড়ে নেয় , আবার করোনাই মানুষকে নতুন ভাবে বাঁচতে শেখায় –
-Advertisement-