সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ গত শনিবার দক্ষিন কাশ্মীরের কুলগাম জেলার ওয়াঁপোড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে মারাত্মক বন্দুকযুদ্ধে দু’জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার এই খবরের সত্যতা স্বীকার করে জানান এই সন্ত্রাসবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে এদের পরিচয় এখনও নিশ্চিতভাবে পাওয়া যায় নি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় মিলেছে গাড়ি ভর্তি বিস্ফোরক। মনে করা হচ্ছে যে, গত বছরের পুলওয়ামা সন্ত্রাস হামলার মতোই আরও একটি বৃহত্তর হামলার ছক কষছিল জঙ্গিরা। ওই এলাকায় আরও জঙ্গি রয়েছে কিনা তার খোঁজে চলছে চিরুণি তল্লাশি।
..ARC