সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ রুপোলী পর্দার জগত কিছুক্ষণের জন্য হলেও আনন্দ এনে দেয় মানুষের মনে। বহু মানুষের রুজিরুটি জড়িয়ে আছে এই জগতের সাথে। দীর্ঘদিন লকডাউনের ধাক্কায় স্থগিত হয়ে গেছে বিনোদন জগত, কাজ হারিয়েছেন বা বসে গেছেন বহু কলাকুশলী, টেকনিশিয়ান, ডিরেক্টর ও এই পেশায় যুক্ত অনেক মানুষ।
EIMPCC বা ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচারস এন্ড কালচারাল কনফেডারেশন বাংলা চলচ্চিত্র জগতের সুবিধা-অসুবিধায় তাদের পাশে থেকেছে সবসময়। এই কঠিন পরিস্থিতিতেও সমস্ত সুরক্ষাবিধি মেনে কাজ শুরু করার আবেদন করে আসছিলেন এই সংস্থার সভাপতি বাবান ঘোষ।



অবশেষে সবদিক বিচার করে ও EIMPCC-র আবেদনে সাড়া দিয়ে শুটিং শুরু হতে চলেছে ১ লা জুন থেকে। বিনোদন জগতের মানুষদের স্বস্তির নিঃশ্বাস ও কাজে ফেরা একরকমের নৈতিক জয় এই সংস্থার।
…ARC