সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ যাত্রী নিয়ে তখন মাঝআকাশে উড়ছে বিমান। হঠাৎ কন্ট্রোল রুম থেকে ফোন গেল,’এখনই ফিরে আসতে হবে’।
এরকমই এক অদ্ভুত ঘটনা ঘটেছে নয়াদিল্লী থেকে মস্কোগামী একটি ভারতীয় বিমানের সাথে। সুত্রের খবর, আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে মস্কো যাচ্ছিল এই বিমানটি। এদের মধ্যে একজন পাইলটের শারীরিক পরীক্ষার রিপোর্ট প্রথমে ভুলবশত নেগেটিভ আসে। কিন্তু পরে আবার খতিয়ে দেখে ধরা পড়ে তিনি করোনা পজিটিভ। সাত তাড়াতাড়ি বিমানটিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় তখন। কিন্তু ততক্ষণে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পেরনো শেষ।
দিল্লী ফেরা সমস্ত যাত্রীদের নতুন করে পরীক্ষা করে সবাইকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।
…ARC