-Advertisement-

দ্রুত গাছ না লাগালে দখল হতে পারে জায়গা, আশঙ্কায় পুরসভা

কলকাতা পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ তিলোত্তমা কোলকাতার সবুজাভা কেড়ে নিয়েছে মারণ ঘূর্ণিঝড় আম্ফান। তার দাপটে প্রায় ১৫ হাজার গাছের অকালমৃত্যু হয়েছে শহরে।

-Advertisement-

গত শনিবার বন দপ্তর, দুষন-নিয়ন্ত্রন পর্ষদ ও পুরসভা একযোগে নতুন করে কোলকাতাকে পুনরায় সবুজ করার উদ্যোগ নিল। কোলকাতা পুর প্রশাসক ফিরহাদ হাকিম আশঙ্কা প্রকাশ করেন যেসব জায়গায় গাছ উপড়ে পড়েছে সেই সব জায়গা দখল হয়ে যাওয়ার। তাই যত দ্রুতসম্ভব পুরকর্তাদের নির্দেশ দিয়েছেন সেইসব এলাকায় নজরদারী বাড়ানোর। এছাড়া আগামী ৫ই জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষ্যে ওই বিশেষ দিনটিকে সামনে রেখেই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি।

সমস্ত বৃক্ষ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৌন্দর্য বাড়াবে এমন গাছ নয় বরং ঝড়কে প্রতিহত করতে পারে এমন গাছকেই রোপণের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। সকল শহরবাসী এখন থেকেই আশা করে আছেন কবে আবার নতুন রূপে নিজের সবুজ শহরকে ফিরে পাবেন।

-Advertisement-

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-