সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ২৩ শে মার্চের পর থেকে স্তব্ধ হয়ে গেছিল সমস্ত জলপথ যোগাযোগ ব্যবস্থা বা ফেরী সার্ভিস। গঙ্গার ওপারের বিশেষত হাওড়া ও হুগলী থেকে আসা অফিসযাত্রীসহ অন্যপেশায় যুক্ত মানুষদের একটা বড় অংশ নির্ভর করে ফেরী চলাচলের ওপর। নতুন করে অফিস চালু হওয়ার কথা ঘোষণা হবার পর তারা দুশ্চিন্তায় ছিলেন কিভাবে আসাযাওয়া করবেন।
পরিবহন দপ্তর সবাইকে স্বস্তি দিয়ে ঘোষণা করলো ১ লা জুন থেকে পুনরায় ফেরী পরিষেবার। মাস্ক পরে এবং সামাজিক দুরত্ত্ব বজায় রেখে চালু করা হবে এই ব্যবস্থার। সকাল ৮ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত আপাতত এই পরিষেবা মিলবে। ৯ টি রুটে এই পরিষেবা চালু হতে চলেছে। ৪০ শতাংশ লোক নিয়ে জলপথে যাতায়াত শুরু হচ্ছে এবং পরে এটা ৬০ শতাংশ হবে।
সুত্রঃ জি নিউজ
…ARC