সংবাদ ভাস্কর নিউজ : : গ্রামের নামটি দক্ষিণ শিমুলপুর। আছে রাস্তা আছে ইলেকট্রিক পোস্ট। শুধু নেই বিদ্যুৎ পরিষেবা। আমফান তার তান্ডব দেখিয়ে চলে গেছে,কেটে গেছে বারোটা রাত তবুও এখনও বিদ্যুৎ পৌঁছাতে পারলোনা উত্তর ২৪ পরগনার গাইঘাটার দক্ষিণ শিমুলপুর ও ফরিদকাটি গ্রামে। শুধু বিদ্যুৎ নয় এলাকার মানুষের বাজার ঘাটে যাওয়ার জন্য পেরোতে হয় একটা ছোটো ব্রিজ সেটিও ভেঙে পড়ে আছে বহুদিন, নজর নেই কারও এমনই অভিযোগ ওই দুই গ্রামের বাসিন্দাদের। বিদ্যুত না থাকায় জলের সমস্যায় পড়েছেন তারা, দুই গ্রাম মিলে একটি টিউব অয়েল কিন্তু সেটা থেকেও উঠছে আয়রন। চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন শিমুলপুরবাসীরা। লকডাউন এর কারনে গৃহবন্দী ওই গ্রামের মানুষেরা, অমিল হয়ে উঠছে খাদ্যসামগ্রী। অন্ধকারে ঢলে পড়ছেন তারা। কবে সুরাহা মিলবে সেদিকে তাকিয়ে গ্রামের প্রতিটা মানুষ।

