-Advertisement-

সোমবার থেকে হাওড়া-শিয়ালদহে চালু ২০০টি যাত্রীবাহী ট্রেন, থাকছে ৮ জোড়া স্পেশালও-

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ :: সূত্র খবর : ঘোষণা ছিল আগেই। সেইমতোই কাল থেকেই ছুটবে ২০০টি যাত্রীবাহী ট্রেন। ৮ জোড়া স্পেশাল ট্রেন ছাড়তে চলেছে হাওড়া-শিয়ালদহ থেকে। ইতিমধ্যেই যেসব ট্রেন চালু হয়েছে, তাদের তুলনায় একটু ভাল খাবার-দাবারের বন্দোবস্ত থাকবে এইসব ট্রেনে। মিলবে রেডি টু ইট ফুড। 

-Advertisement-

শ্রমিক স্পেশাল চলছে। নির্দিষ্ট কয়েকটি রুটে যাত্রীবাহী ট্রেনও চলছে। তবে এবার ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করতে চাইছে রেল। সেই মতো সোমবার থেকেই চালু হচ্ছে নন এসি ২০০টি ট্রেন। তার মধ্যে আট জোড়া স্পেশাল ট্রেন শিয়ালদা ও হাওড়া থেকে ছাড়বে।

শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ স্পেশাল
কলকাতা-অমৃতসর-কলকাতা বাই উইকলি স্পেশাল
হাওড়া-যোধপুর-হাওড়া স্পেশাল
হাওড়া-নিউ দিল্লি-হাওড়া ট্রাই উইকলি(ভায়া গয়া) স্পেশাল
হাওড়া-নিউ দিল্লি-হাওড়া(ভায়া পাটনা) স্পেশাল
শিয়ালদহ-ভুবনেশ্বর-শিয়ালদহ ট্রাই উইকলি স্পেশাল
হাওড়া-পাটনা-হাওড়া স্পেশাল
শালিমার-পাটনা-শালিমার ট্রাই উইকলি স্পেশাল।

-Advertisement-

সুত্র :জী নিউজ

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-