সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ স্মৃতি হাতড়ালে আপনাদের নিশ্চয়ই মনে পড়বে ২০০১ সালের কেবিসি জুনিয়র এ এক কোটি টাকা জেতা ছোট্ট ছেলেটির কথা। মাত্র ১৫ টি প্রশ্নের একেবারে সঠিক উত্তর দিয়ে সে জিতে নিয়েছিল এই ফাইনাল রাউন্ড। তখন তার বয়স ছিল ১৪ আর এখন তিনি ৩৩।

ডক্টর রবি মোহন সাইনি অর্থাৎ সেই ছোট্ট ছেলেটি এখন গুজরাতের পোরবন্দরের পুলিশ সুপার। পিতা ছিলেন নেভি অফিসার। রবি যখন দশম শ্রেণির ছাত্র তখন সে কেবিসি জুনিয়রে অংশগ্রহন করে্ন এবং বিজয়ী হন। কিন্তু যেহেতু তখনও সাবালক হননি তাই পুরস্কারের টাকা হাতে আসে আরও ৪ বছর বাদে। স্কুলের জীবন শেষ করেই তিনি জয়পুর মেডিকেল কলেজে যোগদান করেন এবং ইউপিএসসি পরীক্ষাতেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।
আপাতত তাঁর ওপর করোনা অতিমারী আক্রান্ত এলাকার সুরক্ষার ভার ন্যস্ত হয়েছে। আমাদের সকলের বিশ্বাস এই পরীক্ষাতেও তিনি সসম্মানে উত্তীর্ণ হবেনই।
…ARC